এই মুহূর্তে টলিউডে সব থেকে ব্যস্ত অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সবে ‘বেলা দে’ ছবির শ্যুটিং শেষ হয়েছে, এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর’। আবার ২৫ জুলাই মুক্তি পেল ঋতুপর্ণা অভিনীত ‘গুড বাই মাউন্টেন’। এখনও রেশ কাটেনি ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির। ফলে বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে অন্য অভিনেত্রীদের তুলনায় ঋতুপর্ণার ব্যস্ততা সবথেকে বেশি।
এই ব্যস্ততা আরও কিছুটা বেড়ে গেল যখন ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির সাকসেস পার্টিতে ঘোষণা করা হল একটি বড় সিদ্ধান্তের। কী সেই সিদ্ধান্ত? তাহলে একটু খোলসা করে বলা যাক। ২৫ জুলাই গোটা দেশ জুড়ে নতুন জয়যাত্রা শুরু হল ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির।
আরও পড়ুন: ৩ যোদ্ধার কাহিনি নিয়ে আসছে ‘ওয়ার ২’, মুক্তি পেল ছবির ট্রেলার
আরও পড়ুন: মহানায়ক সম্মানে সম্মানিত রূপঙ্কর-ইমন-গার্গী, তালিকায় রয়েছেন আর কারা?
গত ৪ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও এবার ভারতের বিভিন্ন শহরে মুক্তি পেল ঋতুপর্ণার এই ছবি। এর মধ্যেই ছবিটি নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন নির্মাতারা। শুক্রবার প্রযোজনা সংস্থার নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যেখানে উদযাপন হল ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির সাফল্যও।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রযোজক অশোক ধানুকা এবং জিত। এই অনুষ্ঠানেই প্রযোজনা সংস্থার তরফ থেকে ঘোষণা করে জানানো হল, খুব শীঘ্রই আসতে চলেছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’। বলাই বাহুল্য, আবার সায়ন্তন ঘোষালের পরিচালনায় অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা।
আরও পড়ুন: এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করবেন শরমন যোশি, বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে?
আরও পড়ুন: 'ও পাগল করে দিয়েছে...', রাজনৈতিক মতভেদ সরিয়ে রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ দেব
ঋতুপর্ণা অভিনয় করলেও এই ছবিতে কৌশিক সেন এবং রাহুল বোস অভিনয় করবেন কিনা তা এখনও ঠিক হয়নি। জানা যায়নি নতুন ছবির গল্পও। তবে এইটুকু জানা গিয়েছে, আগের গল্পের সঙ্গে নতুন গল্পের কোনও মিল নেই।
তবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ যে পুনরায় সিনেমার পর্দায় আসবে, তার ইঙ্গিত ছবির শেষেই দিয়েছিলেন পরিচালক। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হল নন্দী মুভিসের তরফ থেকে।
প্রসঙ্গত, ‘ম্যাডাম সেনগুপ্ত’ আদতে একটি রহস্য রোমাঞ্চ গল্প। এই ছবিতে ঋতুপর্ণা তার মেয়ের খুনিকে খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে এই সিনেমাটির সবথেকে আকর্ষণীয় ব্যাপার হল, এই ছবিটির মাধ্যমে পরদায় উঠে এসেছে সুকুমার রায়ের আবোল তাবোল কবিতার বিভিন্ন অংশ।