বলিউডের একজন খুব সুপরিচিত অভিনেতা হলেন শরমন যোশি। বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করার পর এবার তিনি অভিনয় করতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। প্রথমবার টলিউডে অভিনয় করতে চলেছেন এই বলি অভিনেতা। অভিনেতার বিপরীতে অভিনয় করবেন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়।
সুস্মিতা সম্প্রতি অভিনয় করছেন ‘লহ গৌরাঙ্গ’ ছবিতে। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি মুক্তি পাওয়ার আগেই সুস্মিতার কাছে এল বলি অভিনেতার সঙ্গে কাজ করার বড় সুযোগ। অন্যদিকে প্রথমবার বাংলায় কাজ করতে এসে বেশ উত্তেজিত শরমনও। এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্তরাও।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
এম এন রাজ পরিচালিত এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। বর্তমান প্রজন্মের প্রেমের মধ্যে বাঙালিয়ানার সংমিশ্রণকে তুলে ধরার চেষ্টা করা হবে এই ছবিতে। এই সিনেমায় যেমন কলেজের বন্ধুত্ব দেখানো হবে, তেমন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেমও ফুটিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে।
তবে শুধু সুস্মিতা নন, সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খাইরুল বাসার। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। দার্জিলিং এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হবে শ্যুটিং। শরমন এর মধ্যেই বেশ স্পষ্ট বাংলায় কথা বলাও শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
প্রসঙ্গত, বাংলার বহু অভিনেতা-অভিনেত্রী বলিউডে গিয়ে কাজ করলেও বলিউডের হাতে-গোনা কয়েকজনই আছেন যারা বাংলায় এসে কাজ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল শরমন যোশির নাম। এবার দেখার পালা এই নতুন জুটি কতটা ছাপ ফেলতে পারে দর্শকদের মনে।