মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে শিল্পী জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের মহানায়ক পুরস্কারে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০১৩ সালে প্রথমে পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর দেব, অঙ্কুশ হাজরা, সোহম চক্রবর্তী সহ বহু তারকা এই সম্মানে সম্মানিত হয়েছেন।
প্রতিবছরের মতো ২০২৫ সালেও এক ঝাঁক তারকা সম্মানিত হলেন মহানায়ক পুরস্কারে। তালিকায় গার্গী রায় চৌধুরী থেকে শুরু করে রুপঙ্কর বাগচী রয়েছেন একাধিক তারকা। এই বছর এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে ধনধান্য স্টেডিয়ামে।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
পুরস্কার বিতরণী সভায় এই দিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুন্ডু, অদিতি মুন্সি সহ আরও অনেকে। এবার এক নজরে দেখে নিন চলতি বছর কারা মহানায়ক সম্মানে সম্মানিত হলেন।
২০২৫ সালের এই সম্মানে যারা সম্মানিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন গৌতম ঘোষ, যিনি পরিচালক হিসেবে এই পুরস্কার পেয়েছেন। গায়িকা ইমন চক্রবর্তী এবং গায়ক রূপঙ্কর বাগচী এই পুরস্কার পেয়েছেন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য। মেকআপ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন সোমনাথ কুন্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য পেয়েছেন পুরস্কারটি।
এই বছর অভিনয় দুনিয়া থেকে মহানায়ক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। প্রসঙ্গত, আজ অর্থাৎ ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের তিরোধান দিবস। এই দিন মহানায়কের সম্মানে মহানায়ক পুরস্কার প্রদান করা হয় শিল্প জগতের একাধিক ব্যক্তিত্বকে।
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
প্রসঙ্গত, মহানায়কের মৃত্যুবার্ষিকীতে X হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। ওঁর মৃত্যুর ৪৫ বছর কেটে গেছে কিন্তু তাও তাঁর প্রতি আমাদের অনুরোধ বিন্দুমাত্র কমেনি। আমি গর্বিত, সিনেমায় এবং বাঙালি মননে উত্তম কুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে ২০১২ সাল থেকে বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান চালু করেছে আমাদের সরকার।’
মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘রেলমন্ত্রী থাকাকালীন আমি টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখি মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের নামাঙ্কিত উত্তম মঞ্চকেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তম কুমার বাঙ্গালীর স্বপ্নের মহানায়ক, চিরকালীন ভালোবাসা। তাঁর মৃত্যুদিনে আমি আর একবার তাঁকে আমার প্রণাম জানাই।’