সোমবার রাতে প্রায় এক যুগ পর সামনে এলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আপাতত দেশু জ্বরে কাঁপছে নেটপাড়া। শুভশ্রী আর দেব একে-অপরের সঙ্গে নাচ করেছেন, কখনো গলায় ধরা পড়েছে অভিমান, আবার কখনো দেব একটু ফ্লার্টও করে নিয়েছেন। তা ছবির প্রচারের জন্য হোক না, এতেই দেব-শুভশ্রীর ভক্তদের হাল খারাপ। বলা ভালো, সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে দুজনের ভিডিয়োতে।
এবার আরেকটা মিমও ছয়লাপ। তা হল রাজ-রুক্মিণীর একসঙ্গে তোলা ফোটো। আর যা শেয়ার করে এই ভক্তদের দাবি, রাতে নাকি ঘুম হবে না। মুখে তুলতে পারবেন না খাবারও! তা সত্যি কি না, বলা মুশকিল। তবে দেব-শুভশ্রীর এই ইভেন্টের পর রাজের প্রথম স্ত্রীর পোস্ট ভাইরাল। যেখানে লেখা হয়েছে, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? History repeats... বুকের বাঁদিকটা চিনচিন করছে তো.... আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’
২০০৬ সালে প্রথম বিয়ে রাজের। স্ত্রীর নাম শতাব্দী মিত্র। সেই সময় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। তবে এরপর রাজের পায়ের চলার মাটি টলিউডে শক্র হয়। আর ভাঙতে থাকে বৈবাহিক জীবন। ২০১১ সালে ডিভোর্স হয় রাজ-শতাব্দীর। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তাঁরা দুই সন্তানের মা-বাবা।

সে যাই হোক, সোমবার রাতে ইন্টারনেট যখন দেব-শুভশ্রীকে নিয়ে উত্তাল, তখনই আসে শতাব্দীর পোস্ট। একটি কবিতা লেখা। ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে।’
কোথাও কারও নাম নেই। কন্তু দুইয়ে দুইয়ে চার করতে কারওরই কোনো সমস্যা হয়নি!