অপেক্ষার একমাত্র কয়েক দিন। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘ধুমকেতু’। ‘ধুমকেতু’ মুক্তির আগে দেব এবং শুভশ্রীকে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া শেয়ার করতে। মাঝেমধ্যেই তথ্য শেয়ার করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রানা সরকারও। তেমনই এবার এক কলেজ পড়ুয়ার ভিডিয়ো শেয়ার করলেন দেব,শুভশ্রী ও রানা সরকার।
শুভশ্রীর শেয়ার করা ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, ‘এক কলেজ পড়ুয়া বন্ধু-বান্ধবদের সঙ্গে রেললাইনের পথ ধরে হাঁটছে। হঠাৎ করেই একটি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে পড়ে সেই। চিৎকার করে বলে, ১৪ তারিখ কিন্তু ধুমকেতু আনবে।’
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
অনিশা ঠাকুর নামের ওই মেয়েটি আরও বলে, ‘১৪ তারিখ কিন্তু ধুমকেতু তোমাকে আনতেই হবে। আমরা সবাই কিন্তু দেখতে আসবো।' উল্টো দিক থেকে সিনেমা হলের মালিকও জিজ্ঞাসা করছেন, ‘কি আনবো, ধুমকেতু?’
ভিডিয়োটিতে দেখতে পাওয়া যাচ্ছে হলের সামনে বড় বড় করে ‘ওয়ার ২’ সিনেমার ব্যানার লাগানো রয়েছে। ‘ধুমকেতু’ ছবির সঙ্গে ওই হিন্দি ছবিটিরও একই দিনে মুক্তি পাওয়ার কথা। ‘ওয়ার ২’ ছবির কারণে যাতে কোনও ভাবে ধূমকেতুর চাহিদা কমে না যায় তার জন্যই আগেভাগই হল মালিককে এই কথা জানিয়ে রাখে মেয়েটি।
ভিডিয়োটি শেয়ার করার অন্যতম কারণ হল, এই দৃশ্যটি এখনকার সময় ভীষণ প্রাসঙ্গিক। একদিকে হিন্দি সিনেমার বাড়বাড়ন্ত হওয়ার কারণে যেখানে কলাকুশলী থেকে পরিচালক প্রযোজক সকলের লড়াই করে চলেছে, সেখানে সাধারণ মানুষের এইভাবে ‘ধূমকেতু’ ছবির পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
ভিডিয়োটি শুভশ্রী, দেব এবং রানা সরকারকে শেয়ার করতে দেখা গিয়েছে। ভিডিয়ো শেয়ার করে দেব লেখেন, ‘ওহহহ! ১৪ তারিখ দেখা হচ্ছে।’ সঙ্গে একটি লাভ ইমোজি দেন তিনি। সাইয়ারা ঝড়ের পর এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে চলছে ‘ধুমকেতু’ ঝড়ের প্রস্তুতি। অবসান হতে চলেছে প্রায় ৯ বছরের অপেক্ষা।