প্রায় ১০ বছর পর ধুমকেতু ছবি ট্রেলার লঞ্চে একসঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়েছিলেন দেব এবং শুভশ্রী। তবে এই মঞ্চে যে কথাটি বারবার উঠে এসেছিল, সেটি হল আবার কবে একসঙ্গে কাজ করবেন এই তারকা জুটি? দেব এবং শুভশ্রী দুজনেই সম্মতি জানাতেই দেবের কাছে চিঠি পৌঁছালো, এসভিএফ সংস্থার প্রযোজক মহেন্দ্র সোনির তরফ থেকে।
গত ৪ আগস্ট নজরুলমঞ্চে দেব এবং শুভশ্রীকে সামনে পেয়ে সকলের একটাই প্রশ্ন, আবার কবে একসঙ্গে দেখা পাওয়া যাবে? কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে খাদানের পরিচালক সকলেরই আবেদন, আবার যেন একসঙ্গে কাজ শুরু করেন দেব-শুভশ্রী। অন্যদিকে তারকা জুটিও বারবার বলেন, ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজ করতে ইচ্ছুক তাঁরা।
দেব-শুভশ্রীর কামব্যাক করার জল্পনা কল্পনা যখন তুমি ঠিক তখনই দেবের কাছে চিঠি এলো এসভিএফ সংস্থার প্রযোজক মহেন্দ্র সোনিরর তরফ থেকে। শুধু চিঠি নয়, সঙ্গে এল একগুচ্ছ ফুল। এই চিঠি এবং ফুলের ছবি শেয়ার করে দেব লেখেন, ‘আমি সচরাচর চিঠির ছবি পোস্ট করি না কিন্তু এটা ভীষণ স্পেশাল। আমার কাছে এই চিঠিটা একটা পুরস্কারের মতো।’
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
দেবের এই চিঠি শেয়ার করতে দেখা যায় শুভশ্রী, কৌশিক এবং রানা সরকারকে। চিঠির ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘এই চিঠিটা আমার মন ছুঁয়ে গেল। এতটা স্পেশাল অনুভূতি হল যে আমি কাঁদলাম, হাসলাম। এটা তোমার দেওয়া সেরা উপহার মণিদা।’ কিন্তু কী লেখা রয়েছে এই চিঠিতে? কেনই বা এত স্পেশাল এই চিঠি?
চিঠিতে লেখা, গতকাল আমি তোমায় এবং শুভশ্রীকে একসঙ্গে স্টেজ পারফরম্যান্স করতে দেখলাম। আমার ভীষণ গর্ববোধ হচ্ছিল। তোমার সঙ্গে ‘আই লাভ ইউ’ ছবির মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল। এরপর ‘পরান যায় জলিয়া রে’ ছিল একটা দুর্দান্ত ব্লকবাস্টার সিনেমা।
ছবিতে নায়কের চরিত্র হোক অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব, তুমি সব সময় সর্বত্র নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেছ। আগামী ১৪ আগস্ট ‘ধুমকেতু’ মুক্তি পাবে, যা শুধুমাত্র একটা সিনেমা নয়, একটা আবেগ। গতকাল লাইভ মিউজিক কনসার্টকে যেন একটা কবিতার মতো দেখতে লাগছিল।
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
তোমাদের দুজনকে আবার দেখে অনেকে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিল। একটা আবেগ তৈরি হয়েছিল সব মিলিয়ে। ‘ধুমকেতু’ ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা। দেশু। প্রযোজকের তরফ থেকে আলাদা করে এই শুভেচ্ছাবার্তা পাওয়ার পরেই অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই হয়ত দেব এবং শুভশ্রীকে আবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা।