খাদানের পর নানা রেকর্ড ভেঙে দিল 'ধূমকেতু'র অ্যাডভান্স বুকিং। বাংলায় 'ধূমকেতু' 'ওয়ার ২' ও 'কুলি'র মতো সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে, শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের। তাই প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তির আগেই যে এই ছবি বক্সঅফিস কাঁপাচ্ছে তা বলাই বাহুল্য। আর হবে না-ই বা কেন? দেব-শুভশ্রী জুটির ছবি বলে কথা।
আরও পড়ুন: ওলন্দাজ সাহেবদের হাত থেকে রামকান্তর সখী কলাবতীকে রক্ষা করল ভবানী! বড় চমক ‘রাণী ভবানী’তে
প্রায় ১০ বছর পর টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফিরছে এই ছবির হাত ধরে। তাই আগের মতো বর্তমানেও তাঁদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তাঁরা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। পাশাপাশি বাস্তবেও তাঁরা একসময় চুটিয়ে প্রেম করতেন। যদিও বিচ্ছেদের পরই 'ধূমকেতু' ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর ছবি মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনও ছবিতে একসঙ্গে দেখা যায় না। তাই অবশেষে তাঁদের ছবি 'ধূমকেতু' যখন প্রায় ১০ বছর পর মুক্তি পেতে চলেছে তখন খুব স্বাভাবিক ভাবেই এই উত্তেজনা দেখা দিয়েছে। কিন্তু এরপর কি আর তাঁদের কোনও ছবিতে একসঙ্গে দেখা যাবে?
আরও পড়ুন: ‘সাইয়ারা’ কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে? প্রকাশ্যে এল দিনক্ষণ
এই উত্তর অবশ্য ছবির ট্রেলার লঞ্চের দিন দেব-শুভশ্রী নিজেরাই দিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন, ভালো চিত্রনাট্য পেলে তাঁরা ফের আবার একসঙ্গে জুটি বাঁধবেন। আর এবার তাঁদের সেই কথাই কি সত্যি হতে চলেছে? শোনা যাচ্ছে 'ধূমকেতু ২' নাকি আসছে?
আরও পড়ুন: ধনুশের সঙ্গে সত্যি কি প্রেম করছেন মৃণাল? 'শুধু আমার…', যা বললেন অভিনেত্রী
আনন্দবাজারের একটি প্রতিবেদন অনুসারে প্রযোজক রানা সরকার নাকি এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। ব্যাপারটা ঠিক কী? আনন্দবাজারের ওই প্রতিবেদন অনুসারে, রানা সরকার বলেছেন, ‘ধূমকেতু ৩০ কোটির বেশি ব্যবসা দিলে ‘ধূমকেতু ২’ বানাব।’ যদিও এই কথা নিতান্তই রসিকতা করে তিনি বলেছেন। তবে এর আগেও সমাজমাধ্যমের পাতায় একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যদি ৩০ কোটির ব্যবসা করে ‘ধূমকেতু’ তাহলে তিনি দেব-শুভশ্রী জুটিকে ফের বড় পর্দায় ফিরিয়ে আনবেন। যদিও সেটা 'ধূমকেতু'র দ্বিতীয় পর্ব হবে কিনা তা অবশ্য তখন জানাননি।