প্রায় ১০ বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। ১৪ অগস্ট এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং। বাংলায় 'ধূমকেতু', 'ওয়ার ২' ও 'কুলি'র মতো সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে, শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের। এমনকী সকাল ৭টা তেও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথমদিনেই হাউজফুল হয়ে, গড়েছে নতুন রেকর্ড, নতুন ইতিহাস।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে বাংলা, তার মাঝেই 'ধূমকেতু ২'-এর ঘোষণা? বিশেষ শর্ত দিলেন রানা
আর একটু তবে খোলসা করে বলা যাক। প্রায় ১০ বছর পর টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফিরছে এই ছবির হাত ধরে। তাই আগের মতো বর্তমানেও তাঁদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তাঁরা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। বাস্তব জীবনেও তাঁরা একসময় প্রেম করতেন। যদিও বিচ্ছেদের পরই 'ধূমকেতু' ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর ছবি মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনও ছবিতে একসঙ্গে দেখা যায় না। তাই অবশেষে তাঁদের ছবি 'ধূমকেতু' যখন প্রায় ১০ বছর পর মুক্তি পেতে চলেছে তখন খুব স্বাভাবিক ভাবেই এই উত্তেজনা দেখা দিয়েছে।