‘ধূমকেতু’ জ্বরে এখন কাঁপছে বাংলা। বাংলা সিনেমার ইতিহাসে গড়ছে নতুন নতুন রেকর্ড। 'ধূমকেতু' 'ওয়ার ২' ও 'কুলি'র মতো সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে। প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তির আগেই যে এই ছবি বক্সঅফিসে হিট তা বলাই যায়। অবশ্য ত হবে না-ই বা কেন? দেব-শুভশ্রী জুটির ছবি বলে কথা। এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখার জন্য প্রায় ১০ বছর অপেক্ষা করতে হল দর্শকদের।
আরও পড়ুন: ‘অভিনেতাদের মধ্যে রাজনীতির রং আসা উচিত নয়…’, তৃণমূল সাংসদ শতাব্দী রায় হঠাৎ কেন এমন বললেন?
কিন্তু এই ছবির পর কি আর কখনও কোনও নতুন ছবিতে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? সেই প্রশ্নও বার বার উঠে এসেছে। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ ইভেন্টে একসঙ্গে সেই প্রশ্নের উত্তর দিয়ে ছিলেন দেব-শুভশ্রী। তাঁরা সেই মঞ্চ থেকেই জানিয়েছিলেন যদি ভালো চিত্রনাট্য পান তাহলে তাঁরা করবেন। তবে তাঁদের একসঙ্গে দেখার পর থেকেই স্যোশাল মিডিয়া জুড়ে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নানা ভাবে কটাক্ষ করা হয়। সবটা মিলিয়ে একটা বিতর্ক তৈরি হয়।
তবে সেই সব দিকে না গিয়েই বাংলা সিনেমার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 'ধূমকেতু'কে শুভেচ্ছা জানান। সিটি সিনেমার শেয়ার করা সেই ভিডিয়োয় নায়ককে তাঁর গাড়িতে বলতে শোনা গিয়েছে, ‘অনেক শুভেচ্ছা ধূমকেতু। এরকম ভালো অ্যাডভান্স বুকিং হচ্ছে। চেয়েছিলাম ছবিটা তাড়াতাড়ি মুক্তি পাক, অনেক বছর ধরে অপেক্ষা করছে। মানুষও অপেক্ষা করেছেন আমিও অপেক্ষা করেছি।’ এরপর তাঁর পুজোর ছবি দেবী চৌধুরাণীর প্রসঙ্গও ওঠে। তারপর তাঁর থেকে জানতে চাওয়া হয়, তিনি এরপর দেব-শুভশ্রী জুটিকে ফের বাংলা ছবিতে ফিরে পেতে চান কিনা? সেই প্রশ্ন শুনেই তিনি তাঁর গাড়ির চালককে গাড়ি নিয়ে চলে যেতে বলেন।
প্রসঙ্গত, ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী 'ধূমকেতু'-র। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ১০টা বছর। তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। চলতি বছরের ১৪ অগস্ট অবশেষে 'ধূমকেতু' মুক্তি পেতে চলেছে। সেখানে বহু বছর পর দেব-শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা। এক সময় তাঁদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি।