সোমবার 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর এক সঙ্গে দেখা যায় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুভশ্রী-দেবের গলায় কখনও ধরা পড়ে অভিমান, আবার দেব ফ্লার্টও করেন কখনও। সব শেষে তাঁরা একে-অপরের সঙ্গে নাচ করেন। তাঁদের এই অনুষ্ঠান ঘিরে তোলপাড় হয় স্যোশাল মিডিয়া। আর তার মধ্যেই রাজ চক্রবর্তীর প্রাক্তন শতাব্দী একটি ফেসবুক পোস্ট করেন। যা নিয়ে শুরু হয় প্রবল চর্চা। আর এবার সেই পোস্ট নিয়ে মুখ খুললেন শতাব্দী।
আরও পড়ুন: চর্চিত বান্ধবী আরজে মাহভাশের খুশির খবরে এ কী মন্তব্য করলেন চাহাল!শোরগোল নেটপাড়ায়
দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শতাব্দী জানান তিনি এই পোস্ট নিয়ে এত আলোচনা হোক তা চাননি, তিনি আর পুরানো কথা নিয়ে আলোচনায় নারাজ। তাঁর কথায়, ‘আমি কিন্তু চাইনি এইসব। পনেরো বছর মুখ খুলিনি। তবে মানুষ তো, তাই না চাইতেও কিছু স্মৃতি তো ভেসে আসে। সেই কারণেই নিজের অনুভূতি শেয়ার করা।’
তবে তাঁর পোস্ট ইঙ্গিত করা হয়েছিল যে দেব-শুভশ্রীকে আবার এক হতে দেখে রাজের একটু হলেও খারাপ লেগেছে। যদিও রাজ কখনওই তা প্রকাশ করেননি বরং তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি নিজেও এদিনের সাক্ষী হতে চেয়েছিলেন, কিন্তু কাজের জন্য পারেননি, তবে তাঁর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।