২০২৫ সালটা দেবের জন্য যে বিশেষ তা তো বলাই বাহুল্য। কারণ এই বছরই দেবের একের পর এক আটকে থাকা কাজের মুক্তি পাওয়ার খবর প্রকাশ্য আসেছে। এই বছরই প্রায় ৯ বছর পর নানা জটিলতা কাটিয়ে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু' মুক্তি পেতে চলেছে। তাছাড়াও দেবের রঘু ডাকাত ছবিটি নিয়েও নানা সমস্যা তৈরি হয়েছিল সেটাও মুক্তি পেতে চলেছে চলতি বছরের পুজোতেই। তবে গুঞ্জন এর মধ্যেই নাকি মুম্বইতে পাড়ি জমাতে চলেছেন নায়ক। মাঝে মাঝেই নাকি মুম্বইতে তাঁর যাতায়াত চলছে। তবে এবার বি-টাউনের পা রাখবেন নায়ক? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন দেব।
আরও পড়ুন: 'এই জন্মে শুভশ্রী তাঁর নাম থেকে আমাকে সরাতে পারবে না…', হঠাৎ কেন এমন বললেন দেব?
TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, ‘প্রথমেই বলে রাখি আমি কখনও বলিনি কলকাতা ছেড়ে আমি মুম্বই যাচ্ছি। আমি বাংলাতেই থাকছি বাংলা ভাষায় কাজ করব। আমি বলেছিলাম, যে আমাদের আরও ভালো ভালো কাজ করতে হবে। ‘খাদান’ থেকে শুরু করে ‘রঘু ডাকাত ‘ সব ছবির মেকিং-এর কোনও কম্প্রমাইজ করতে চাই না। ছবির জন্য নানা ধরনের টেকনিকাল কাজের জন্য মুম্বইতে মাঝে মধ্যে যেতে হচ্ছে তাই ওখানে একটা সেটআপ করা।’
এরপর দক্ষিণী ছবি ও অভিনেতাদের উদাহরণ টেনে দেব বলেন, ‘সাউথ-এর ছবির নায়কদের আমরা আজ চিনি কারণ, তাঁরা প্রাদেশিক ছবি করেই নাম করেছে। তাই আমিও বাংলা ছবির উন্নতি দেখতে চাই। খাদান এরপর বড় স্কেলে কাজ করতে চেয়েছিলাম, দর্শকরা দেখতে পাবে ‘রঘু ডাকাত’ দারুণ টেকনোলজি ব্যবহার হয়েছে। এই ছবির প্রি-টিজার দেখেই দর্শকদের দারুণ লেগেছে, ব্যক্তিগত স্তর থেকে স্যোশাল মিডিয়ায় কমেন্টের সুনামি উঠেছে।'
আরও পড়ুন: শুভশ্রীর সঙ্গে ফের দেবের ছবি আসছে! 'আমি ওই পুরো সময়টা…', যা বললেন রুক্মিণী
কাজের সূত্রে, দেবকে শেষ দেখা গিয়েছিল 'খাদান' ছবিতে এই ছবির হাত ধরেই বহু বছর পর বাংলা মাস মুভিতে ধরা দিয়েছিলেন নায়ক। তাঁর সঙ্গী হয়েছিলেন যীশু সেনগুপ্ত। তিনি ছাড়াও এই ছবিতে বহু বছর পর বোরখা বিস্তকেও দেখেছিলেন দর্শকরা। ছবিটি বাংলার বক্স অফিসে এক প্রকার ঝড় তুলেছিল। তারপর জানা যায় 'ধূমকেতু' ও 'রঘু ডাকাত' চলতি বছরে মুক্তি পাবে। তাছাড়াও এই বছরই আসছে দেবের অন্যতম হিট ছবি 'প্রজাপতি'-এর সিক্যুয়াল ‘প্রজাপতি ২’। ইতিমধ্যেই সেই ছবির শ্যুটিং লন্ডনে সেরেছেন নায়ক। বর্তমানে ছবির বাকি অংশের শ্যুটিং করছেন কলকাতায়।