আগামী ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে দেব এবং শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। এই মুহূর্তে ছবির পরিচালক এবং অন্যান্য কলাকুশলী সকলেই ছবির প্রচারের জন্য বেজায় ব্যস্ত। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল ‘ধুমকেতু’ ছবির দ্বিতীয় গান ‘মা’ -এর মিউজিক লঞ্চ অনুষ্ঠান।
মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, কৌশিক গাঙ্গুলী, রুদ্রনীল এবং আরও অনেকে। এই অনুষ্ঠানে আবারও ছবি এবং নিজের চরিত্র নিয়ে কথা বলতে দেখা যায় দেবকে। তবে এগুলো তো ভীষণ সাধারণ ব্যাপার। কিন্তু এই মঞ্চ থেকেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হল যা আবারও দেবকে নিয়ে এল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: ৩ যোদ্ধার কাহিনি নিয়ে আসছে ‘ওয়ার ২’, মুক্তি পেল ছবির ট্রেলার
আরও পড়ুন: মহানায়ক সম্মানে সম্মানিত রূপঙ্কর-ইমন-গার্গী, তালিকায় রয়েছেন আর কারা?
দেব শুধুমাত্র একজন সুপারস্টার নন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বটে। তবে তিনি যে ভূমিকায় থাকুন না কেন, মানুষ হিসেবে তিনি যে সব সময় ভীষণ সাদামাটা, তার প্রমাণ বহুবার বহু মানুষ পেয়েছেন। এবার আবারও নিজের সেই মানবিক গুণের পরিচয় দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেন তিনি।
সম্প্রতি টলি অনলাইনের তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ধুমকেতুর মিউজিক লঞ্চের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে মঞ্চে চেয়ার সাজাচ্ছেন তিনি। যেখানে আর পাঁচজন তারকা অনুষ্ঠান শুরু হওয়ার পর মঞ্চে আসেন, সেখানে দেব অন্যদের সঙ্গে মঞ্চ সাজাতে সহযোগিতা করছেন।
একজন তারকা হয়েও তারকা সুলভ ব্যবহার তিনি কখনও করেননি। এর আগেও ভোটের প্রচারে দলীয় কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা গিয়েছে দেবকে। শুধু তাই নয়, আউটডোর শ্যুটিং থাকলেও আলাদা ভ্যানেটি ভ্যানে না বসে থেকে সকলের সঙ্গে আড্ডা মারতে দেখা যায় তাঁকে। এই ব্যবহারগুলোই তাঁকে বারবার সকলের থেকে করেছে আলাদা।
আরও পড়ুন: এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করবেন শরমন যোশি, বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে?
আরও পড়ুন: 'ও পাগল করে দিয়েছে...', রাজনৈতিক মতভেদ সরিয়ে রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ দেব
প্রসঙ্গত, ৯ বছর পর সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। এই সিনেমায় আবার দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। ছবিটি আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।